Notifications
Tidak ada notifikasi baru.
Trending ( Last 7 Days )

পিতা-মাতাকে গালি দেয়া ও এর শাস্তি

 

পিতা-মাতাকে গালি দেয়া ও এর শাস্তি

প্রশ্নঃ অনেকেই দেখা যায় কথা কথায় অন্যের পিতা-মাতাকে গালি দিয়ে দেয়। তার জবাবে ঐ ব্যক্তিও নিজের পিতা-মাতাকে গালি দেয়। চট্টগ্রামের মানুষ তো এটা খুব হরহামেশাই করে। তার শাস্তি কি?

জবাবঃ (হাদিস ১)

রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন,
এটি কবীরা গুনাহ এর অন্তর্ভুক্ত যে আপন পিতা-মাতাকে গালি দেয়। সাহাবীগন জিজ্ঞেস করলেন,
ইয়া রাসুলাল্লাহ! কে কি আপন পিতা-মাতাকে গালি দেয়? ইরশাদ করলেন,
হ্যাঁ! সেটা এভাবে যে সে যখন অন্যের পিতাকে গালি দেয় প্রতিউত্তরে ঐ ব্যক্তি তার পিতাকে গালি দেয়।
সে যখন অন্যজনের মাতাকে গালি দেয়, প্রতিউত্তরে ঐ ব্যক্তি তার মাতাকে গালি দেয়।
Reference :
★ সহিহ মুসলিম : পৃ-৬০, হাদিস ১৪৬

এর শাস্তিঃ

(হাদিস ২)

রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন,
মিরাজের রজনীতে আমি কিছু লোককে দেখলাম যারা আগুনের ডালে ঝুলন্ত অবস্থায় আছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল! এসব লোক কারা?
তিনি উত্তর দিলেন, এসব লোক যারা দুনিয়াতে আপন পিতা-মাতাকে গালি গালাজ করত।
Reference :
★ আয যাওয়াজির আন ইকতিরাফিল কাবাইর : পৃ-১৩৯

(হাদিস ৩)

রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন,
যে ব্যক্তি আপন পিতা-মাতাকে গালি দেয় তার কবরে আগুনের এত বেশি স্ফুলিঙ্গ বর্ষণ হবে যেভাবে আকাশ থেকে (বৃষ্টির) ফোটা আকাশ থেকে জমিনে পতিত হয়।
Reference :
★ আয যাওয়াজির আন ইকতিরাফিল কাবাইর : পৃ-১৪০

মন্দ কাজসমুহ
Join the conversation
Post a Comment