Notifications
Tidak ada notifikasi baru.
Trending ( Last 7 Days )

মৃত ব্যক্তির ছবি রাখা প্রসঙ্গ

মৃত ব্যক্তির ছবি রাখা প্রসঙ্গ


 আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

শুনেছি ইসলামে প্রয়োজন ছাড়া ছবি তোলা নিষেধ।


। কোন ব্যক্তি মারা গেলে,,,  সে ব্যক্তির কোন ছবি থাকলে সে ছবি  দেখা হয় না! দেখলে নাকি তার আজাব বারে! এজন্য  মৃত ব্যক্তির ছবি রাখা হয় না।


এ দুটি বিষয়ে রেফারেন্স সহ জানতে চাই।

নামঃসানজানা

ঠিকানাঃ বগুড়া

            @سانجانا افرين لابني 

     ওয়ালাইকুমুচ্ছালাম


১ম প্রশ্নের জবাব:--

ইসলামে বিনা প্রয়োজনে ছবি তুলা নিষেদ।


২য় প্রশ্নের জবাব:--

বাসা বাড়িতে বা কোনো দরবারে তাদের পীর বা মৃত ব্যক্তির বা জীব জন্তুর ছবি যদি সবার সামনে উন্মুক্ত করে রাখা হয় বা নামাজের সামনে টাঙ্গিয়ে নিয়মিতভাবে নামাজ আদায় করেন তার নামাজ হবে না বরং তার জন্য জাহান্নাম প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং সেই মৃত ব্যক্তির কেয়ামত পর্যন্ত কবরে আজাব হতে থাকবে যে আজাবের কারণে পাশের কবরের মৃত ব্যাক্তি আল্লাহর কাছে আর্জি পেশ করেন তাকে এই আজাব কৃত কবর থেকে আসমান জমিনের যত দূরত্ব তত দূরে থাকার জন্য আরজী করেন খুব ভয়ংকর তাই বলেছেন কবরের চেয়ে ভয়াবহ জায়গা দুনিয়ার মধ্যে আর কিছু নেই  জাহান্নামের চেয়েও ভয়াবহ ওই ব্যক্তির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা থেকে শুনা আবু হুরায়রা রাদিআল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত।।


         🌴মোবারকবাদ🌴

প্রশ্নোত্তর ও মাসায়েল
Join the conversation
Post a Comment